Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাংলাদেশ হাইটেক পার্ক
বিস্তারিত

হাইটেক পার্ক

২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন। দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর ২০১৪ সালের ২৫ এপ্রিল যশোর শহরের বেজপাড়ার নাজির সংকরপুর এলাকায় এ প্রকল্পের কাজ শুরু করা হয়। যশোর জেলা বাংলাদেশের দক্ষিন-পশ্চিমে অবস্থিত।

যশোর আইটি পার্ক যা (শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক) নামেও পরিচিত, বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রথম আইটি পার্ক।[১] ২০১৭ সালের ৫ অক্টোবর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। [২] দেশের আইসিটি সেক্টরের বিকাশে যশোরে যাত্রা শুরু করেছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। ১০ই ডিসেম্বর, ২০১৭ইং গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইটি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের আইসিটি সেক্টরে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হলো।[৩]

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, একুশ শতকের চাহিদা মেটাতে দেশে ১২টি আইটি পার্ক গড়ে তোলা হচ্ছে। যার মধ্যে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের কাজ সমাপ্তির পথে। এ পার্ক সংলগ্ন স্থানে গড়ে তোলা হয়েছে কন্টেইনার ভিত্তিক ডিজাস্টর রিকভারি সেন্টার যা এশিয়ায় প্রথম।

যশোরে শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক কনফারেন্স রুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেয়া ছেলে মেয়েদের তিনি সনদ বিতরণ করেন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আইটি বিভাগে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষে আগামী তিন বছরের মধ্যে এক লাখ ব্যক্তিকে বিশ্বমানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার, শেখ হাসিনা সফটওয়ার হাইটেক পার্কেও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটর কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ সফটওয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ ও যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।


যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে ১২টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এরা হলো, সফটওয়ার সপ লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, ওয়েব হাকস আইটি লিমিটেড, এডভান্স সফটওয়ার ডেভলপমেন্ট, এ্যাপসিস, এমএস সাজ টেলিকম এন্ড ফ্যাশন, ওয়াটার স্পিড, ইজেনারেশন লিমিটেড, আমরা হোল্ডিংস লিমিটেড, ডব্লউথ্রি ইঞ্জিনিয়ারস লিমিটেড এবং জাপানের ডেসটিনি। এখানে মোট ৩৮হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। এই পার্কে ১৬ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।